
প্রভাষক আসাদুজ্জমান ফারুকীঃ
সাতক্ষীরার কলারোয়া রিপোর্টাস্ ক্লাবের সাংবাদিকদের সাথে কলারোয়া থানায় সদ্য যোগদান করা ওসি আলহাজ্ব মীর খায়রুল কবীর মতবিনিময় করেছেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কলারোয়া থানা কার্যালয়ে প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।রিপোর্টাস্ ক্লাবের দপ্তর সম্পাদক ও থানা জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রিপোর্টাস্ ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, ক্লাবের কোষাধক্ষ্য ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকার প্রতিনিধি মোস্তফা হোসেন বাবলু, সাহিত্য বিষয়ক সম্পাদক ও দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, প্রচার সম্পাদক ও দৈনিক কাফেলা পত্রিকার জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ও দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিনিধি এম আয়ুব হোসেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ রিপন, দ্য এডিটরস এর প্রতিনিধি ফারুক হোসেন রাজ প্রমূখ৷ সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ওসি মীর খায়রুল কবিরকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হারান চন্দ্র পালসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ওসি আলহাজ্ব মীর খায়রুল কবীর বলেন, মাদক ও দূর্নীতির সাথে সাংবাদিক ও পুলিশের আপোষ হয় না। একে অন্যের সহযোগিতায় এ সমাজ থেকে মাদক ও দূরর্নীতি নির্মূল করা হবে। সত্য সঠিক তথ্য প্রকাশে একে অন্যের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, থানার কোন অফিসার দায়িত্বে অবহেলা করলে কোন ছাড় দেয়া হবে না। থানায় কোন মামলা বা জিডি করতে টাকা লাগবে না। কাউকে টাকা দেবেন না। মামলা করার উপযোগী হলে কোন রকম হয়রানি ছাড়ায় তদন্ত পূর্বক মামলা নেয়া হবে৷