
মোঃ মিল্টন কবীর
কলারোয়ার বোয়ালিয়ায় ৮দলীয় নক আউট এ্যাড.কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট,১-০ গোলে বুধহাটা কে হারিয়ে জালালাবাদ ফুটবল একাদশ জয়লাভ করেছে।
বৃহস্পতিবার(২৬নভেম্বর) বিকেলে, স্থানীয় আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা মাঠে , বোয়ালিয়া স্পোটিং ক্লাব আয়োজিত, প্রথম অধ্যায়ের খেলায় উভয়দল গোলশূন্য নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে খেলার ১৫ মিনিটে জালালাবাদ ফুটবল একাদশের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন একটি গোল করে দলকে এগিয়ে নেন। রিফারির শেষ বাঁশি বাজার আগে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে জয়লাভ করে,সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে, কলারোয়া জালালাবাদ ফুটবল একাদশ।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় জালালাবাদের ইমন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, মোশারফ হোসেন। সহযোগিতা করেন, মাসুদ পারভেজ মিলনও মিয়া ফারুক হোসেন স্বপন।
ধারাভাষ্য প্রদান করেন, তৌহিদুজ্জামান। বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন,
কলারোয়াপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেম আলী, মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ,সাবেক চেয়ারম্যান,ভূট্রোলাল গাইন, মেম্বর মহিদুল ইসলাম, আবুল কাশেম, সীমান্ত প্রেসক্লাব সভাপতি অহিদুজ্জামান খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান,তোতা মিয়া প্রমুখ।
আগামী সোমবার ভাদড়া বনাম বাগাআচড়া পরস্পর মোকাবেলা করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।