
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন প্রত্যাশার পাশাপাশি সাধারণ মানুষের কাছে প্রার্থিতার খবর জানান দিতে কাজ শুরু করেছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।
নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য প্রার্থী যেমন মাঠে নেমেছেন তেমনি প্রতিদ্বন্দ্বিতার জানান দিয়ে ওয়ার্কার্স পার্টির প্রার্থী আগে থেকেই মাঠে নেমেছেন। অন্যদিকে প্রকাশ্যে সামনে না আসলেও আড়ালে মাঠে নেমেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীও। আবার স্বতন্ত্রভাবেও অনেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন।
প্রার্থীদের প্রচার-প্রচারণার পাশাপাশি চায়ের দোকানগুলোতেও শুরু হয়েছে নির্বাচনী আলাপ-আলোচনা। অনেকে আবার কষতে শুরু করেছেন চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ। নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও। প্রার্থীদের রঙিন পোস্টার, ব্যানার ও ফেস্টুন দেখা যাচ্ছে ইউনিয়নের মোড়ে মোড়ে, হাটে-বাজারে। অনেকেই আবার করোনা প্রতিরোধের সতর্কতামূলক মাইকিং প্রচার করেও প্রার্থিতার জানান দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচার প্রচারণা ও গণসংযোগের পাশাপাশি আগামী কয়লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের প্রত্যাশায় ইতোমধ্যে দোঁড়ঝাপ শুরু করেছেন কয়লা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরান হোসেন।
সেই সাথে দলীয় মনোনয়ন প্রত্যাশায় কাজ শুরু করেছেন সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণকারী নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার জি এম জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আসাদুজ্জামান আসাদ ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা।
এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে চান উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের সমর্থক শেখ বাবু আহমেদ৷
নির্বাচনে অংশ নিতে চান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিবও৷ তিনি বিএনপির প্রার্থী হিসেবে টানা তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।