শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বৈদ্যুতিক শর্ট সার্কিটে মনিরামপুরের পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি
বৈদ্যুতিক শর্ট সার্কিটে মনিরামপুরের পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি

বৈদ্যুতিক শর্ট সার্কিটে মনিরামপুরের পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি


আহসান উল্লাহ, খোরদো( কলারোয়া)প্রতিনিধি
যশোরের মনিরামপুরে দুই দিনে পৃথক তিনটি স্থানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দশটি ব্যবসা প্রতিষ্ঠান এ প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি। এ ঘটনাগুলো ঘটে শনিবার দুপুরে পৌরশহরে ও শুক্রবার রাতে উপজেলার মুজগুন্নী নতুন বাজার এলাকায়। শনিবার দুপুর ১২ঃ৩০ দিকে পৌর শহরের মাছ বাজারের পাশে মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আলী মাছের ক্যারেট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সংবাদ ছড়িয়ে পড়লে পৌর শহরের দোল খালা মরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরের মালিক মোহাম্মদ আলী জানান অগ্নিকাণ্ডের ঘনীভূত হয়ে তার মাসের কারেন্ট গোডাউনে বিভিন্ন মালামাল সহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। অপরদিকে শুক্রবার রাত একটার দিকে উপজেলার মুজগুন্নী গ্রামের মগবাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের শর্ট সার্কিট থেকে। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুরে বশীভূত হয়ে যায়। এ ঘটনায় বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দিন জানান এ অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও পরিষ্কার হওয়া যায়নি। একইদিন ভোররাতে পৌর শহরের তাহেরপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে মোটরসাইকেল গ্যারেজ ভলকানাইজিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের মালিক আবু দাউদ ভুট্টা জানান তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এর আগেও তার প্রতিষ্ঠান একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।
মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার আজিজ উদ্দিন জানান পৃথক তিনটি ঘটনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘটেছে। এতে ক্ষতিগ্রস্তদের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।