শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

করোনায় সহযোগীতায় জনপ্রশাসনে ‘কুইক রেসপন্স টিম’
করোনায় সহযোগীতায় জনপ্রশাসনে ‘কুইক রেসপন্স টিম’

করোনায় সহযোগীতায় জনপ্রশাসনে ‘কুইক রেসপন্স টিম’

নতুন সূর্য ডেস্কঃ

করোনা ভাইরাসে আক্রন্ত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য ছয় সদেস্যর একটি ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব মো. আনোয়ারুল ইসলাম সরকারকে টিম লিডার করে রবিবার (১১ এপ্রিল) অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।কমিটিতে বিকল্প টিম লিডার হিসেবে রয়েছেন উপসচিব মো. নূরুল হক। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. খোকন মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্বাছ উদ্দিন এবং অফিস সহায়ক মো. বেলাল হোসেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হলে তার পরিবারে সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা দেবেন। আক্রান্তদের তথ্য প্রতিবেদন আকারে যুগ্মসচিবের (প্রশাসন) কাছে পাঠানোর জন্য বলা হয়েছে। 

ম/হ/৩

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।