
সেকেন্দার আবু জাফর বাবু, তালা (সাতক্ষীরা):
সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৩ডিসেম্বর ) সকাল ১১ ঘটিকায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সাথে তার অফিস কক্ষে সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তাঁরা তালাকে একটি সুখী-সমৃদ্ধশালী, সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। অবহেলিত এ জনপদকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে পরষ্পর প্রশাসনিক ও রাজনৈতিক সহযোগিতা কামনা করেন।
এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা যুব জামাতের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।