নতুন সূর্য ডেস্কঃ
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার কাউন্সিলর আলফাজ উদ্দিনকে ভারতে যাবার পথে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। ধৃত আলফাজ উদ্দিন সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার আসামি। পুলিশি জিজ্ঞাসাবাদে আলফাজ উদ্দিন জানান, তিনি কলারোয়া পৌরসভার আওয়ামী লীগের নেতা। গ্রেফতার এড়াতে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিল।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, সন্ধ্যার দিকে কলারোয়া পৌরসভার গোপনীথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে পৌর সভার ওর্য়াড কাউন্সিলর আলফাজ উদ্দিনকে সন্দেহজনক অবস্থায় ইমিগ্রেশন থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা দাবী করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার আসামী বলে স্বীকার করেন। ধৃত আসামি কে সাতক্ষীরা সদর থানায় রাতেই হস্তান্তর করা হবে।