সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন
কলারোয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

কলারোয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

‎‎মোঃ তরিকুল ইসলাম,স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন অগ্রাহ্য করে স্বাস্থ্য অধিদপ্তরের বৈষম্যমূলক চিঠি ইস্যু ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানির প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় এক মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কলারোয়ার সর্বস্তরের হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের যৌথ ব্যনারে সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় হোমিওপ্যাথিক কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারিক।

‎চিকিৎসক ও সংবাদকর্মী ডা. মোঃ শফিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- চিকিৎসক নেতা ডাঃ মোশাররফ হোসেন, ডাঃ শফিউর রহমান, ডাঃ মোসলেম উদ্দিন, প্রভাষক ডাঃ হাবিবুর রহমান, প্রভাষক ডাঃ ফাতেমা খাতুন, প্রভাষক ডাঃ নার্গিস পারভীন, প্রভাষক ডাঃ মিজানুর রহমান, প্রভাষক ডাঃ অমিত কুমার, প্রভাষক ডাঃ আফিফা খাতুন, প্রভাষক ডাঃ চঞ্চল কুমারসহ কলেজের শিক্ষক চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কলারোয়ার সর্বস্তরের হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ।

আলোচনায় বক্তারা মহান জাতীয় সংসদে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জারিকৃত চিঠি দ্রুত প্রত্যাহার, বিএমডিসি’র অযাচিত হস্তক্ষেপ বন্ধ, হোমিওপ্যাথিক চিকিৎসক হয়রানি বন্ধ ও অতিদ্রুত কাউন্সিল গঠনের আহ্বান জানান।প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।