সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

সদ্যপ্রাপ্ত সংবাদ
যবিপ্রবিতে সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
যবিপ্রবিতে সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যবিপ্রবিতে সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (সিটিএসডি) এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, শিক্ষার্থীদের মিশন ও ভিশন বাস্তবায়নে মানসম্মত দক্ষতা অর্জন অপরিহার্য। আন্তর্জাতিক অঙ্গণে প্রতিযোগিতায় টিকে থাকা এবং নতুন সুযোগ গ্রহণের জন্য দক্ষতার কোনো বিকল্প নেই। সময়ের সঠিক ব্যবহার করে দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে। এই ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক বাজারের উপযোগী যোগ্য মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলবে। এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সর্বোচ্চ দক্ষ করে গড়ে তুলতে প্রতিটি বিভাগে নিয়মিত কর্মসূচি গ্রহণ করা হবে।

সিটিএসডির সহকারী পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মর্ডাণ ল্যাঙ্গুয়েজের বিশেষ অধ্যাপক ড. এ.কে.এম. ওয়ালিউল ইসলাম, সিটিএসডির সহকারী পরিচালক ড. মো: কামরুল ইসলাম, বয়োজ্যেষ্ঠ অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিটিএসডির পরিচালক অধ্যাপক ড. হোসেন আল মামুন।

রেজিষ্ট্রেশনকৃত মোট ৯০ জন শিক্ষার্থীকে নিয়ে এ যাত্রা শুরু করে সিটিএসডি। অনুষ্ঠানের শুরুতে ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়। তাদেরকে বিভিন্ন সফট স্কিলের ওপর প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে তোলা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, দপ্তর পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।