সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় সংবর্ধিত হলেন উপজেলার তিন শীর্ষ কর্মকর্তা
কলারোয়ায় সংবর্ধিত হলেন উপজেলার তিন শীর্ষ কর্মকর্তা

কলারোয়ায় সংবর্ধিত হলেন উপজেলার তিন শীর্ষ কর্মকর্তা

কামরুল হাসান:

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদ এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।

প্রশাসনিক দক্ষতা, উন্নয়নমূলক কর্মকান্ডে ব্যাপক সফলতা ও উপজেলার জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ স্থান অধিকার করায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জহুরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ৩ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। উপজেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখায় থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম ও গরিবের ডাক্তার খ্যাত কলারোয়ার ঘরের ছেলে সদ্য যোগদানকারী টিএইচও ডাক্তার শফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহম্মদ আলী, কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, কোষাধ্যক্ষ হবিবর রহমান, ক্লাবের সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র ঘোষ, অহিদুজ্জামান অহিদ, পলাশ মজুমদার, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, শেখ শাহজাহান আলি শাহিন, সানবিম করিম সিয়াম প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।