সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড
সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড

সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা সদর উপজেলার বিনাপোতা এলাকায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে জনজীবনে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শহর ও গ্রামীণ অঞ্চলে মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিকেল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমারের ওভার হিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।