
জাহিদুল ইসলাম:
কলারোয়ার দেয়াড়া দাখিল মাাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে নতুন ও পরাতন গেজেট এবং ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ উঠেছে। এবিষয়ে অভিভাবক সদস্যরা ইউএনও বরাবর দরখাস্ত করেছেন।
২০ সেপ্টেম্বর বেলা ২ টার সময় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় এই অভিযোগ পত্র দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভোটার তালিকায় এক শিক্ষার্থীর নাম কয়েক জায়গায় উঠানো এবং নতুন পুরাতন গেজেট নিয়ম অনুসারে না হওয়াসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।
সংশোধনপূর্বক একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষনার দাবি করেন অবিভাবকগণ।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পত্রের বিষয় নিশ্চিত করেন এবং তদন্তপূর্বক সুষ্ঠ নির্বাচনের আশ্বাস প্রদান করেন।