
দৈনিক নতুন সূর্য ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদপানে সৌরভ (২৩) ও শ্রীনিবাস (৭৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অজিত, সুমন, পিন্টু নামের আরো তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বৃদ্ধ শ্রীনিবাসের বাড়িতেই মৃত্যু হয়েছে। সৌরভকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ময়নাতদন্তের পর বলা যাবে কী কারণে মারা গেছে।
এ ঘটনায় আরো কয়েকজন আহত আছেন।