
কামরুল হাসান:
কলারোয়ায় একটি মাদ্রাসাসহ ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান করা হয়েছে। মঙ্গলবার(১৪ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে এডিপির অর্থায়নে ৯০টি বেঞ্চ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম ৯ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ১০টি করে বেঞ্চ তুলে দেন। জানা গেছে, পরবর্তীতে আরও শিক্ষা প্রতিষ্ঠানকে এই বেঞ্চ দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, এসএসসিতে ভালো ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ বেঞ্চ দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মাহাবুবুর রহমান মফে, বিশাখা তপন সাহা, মোখলেছুর রহমান, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলি, ভাদিয়ালি হাইস্কুলের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, ফাতেমা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ প্রমুখ।