
মোস্তফা হোসেন বাবলু:
সাতক্ষীরার কলারোয়া ৯নং হেলাতলা ইউনিয়নের ৪ বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোয়াজ্জম হোসেনের উদ্যোগে তার ইউনিয়নের কোঠাবাড়ি ও রায়টা গ্রামের সংযোগস্থল বেত্রবর্তী নদীর উপর একটি ১০০ ফুট ড্রাম ভাসমান সাঁকো নির্মান করেছেন। এ সাঁকো নির্মান হওয়ায় এলাকার প্রায় ১০ হাজার মানুষ,রায়টা প্রাইমারী,রায়টা মাদ্রসার শিক্ষার্থীদের র্দীঘদিনের কষ্ট লাগব হলো। গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ইউপি চেয়ারম্যান সম্পূর্ন ব্যক্তি উদ্যেগে এ সাঁকোটি নির্মান করেছেন বলে জানা গেছে।
তিনি বলেন, প্রত্যেক বছর বর্ষার সময় বাশেঁর তৈরি সাঁকোটি ভেঙ্গে যায়,বিপাকে পড়ে কোঠাবাড়িস্থ রায়টা প্রাইমারী স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা।এবছর ড্রাম সাকোঁ তৈরির আগে এখানে ছিল ড্রামের তৈরি ভেলা, কিন্তু সেটাও নষ্ট হয়। এই পদ্ধতিতে সাঁকো নির্মান করতে ড্রামের পাশাপাশি বাশের চাটা ও দঁড়ি ব্যবহার করা হয়েছে। সাকোঁটি তৈরি করতে মোটব্যয় হয়েছে ২ লক্ষ ১০ হাজার টাকা।
স্থানীয়রা জানান, সাঁকো তৈরি হওয়ায় নদী পারাপার সহজ হয়েছে,সবচেয়ে বেশি লাভ হয়েছে স্কুলগামী পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের।
রায়টা প্রাইমারী স্কুলের ছাত্র জোবাইর হোসেন বলেন, আমাদের কোঠাবাড়ি গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায়, আমরা পাশ্ববর্তী নদীর ওপার রায়টা প্রাইমারীতে পড়া লেখাপড়া করি। এই সাঁকো হওয়াতে আমাদের অনেক ভালো হয়েছে।