সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

সদ্যপ্রাপ্ত সংবাদ
ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা
ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা

ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা

নিউজ ডেস্ক:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ির ছাদের উপর এবং আঙিনার বাঁশঝাড় থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার নুরুল ইসলামের বাড়ি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় কাউসার নামে একজন গাঁজা বহনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে শশীদল ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার শশীদল উওরপাড়া এলাকার নুরুল ইসলামের বাড়ির ছাদ ও পুকুরের পাড় থেকে ১০০ কেজি গাঁজাসহ কাউছার নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামি হলেন শশীদল ইউনিয়ন উওরপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে কাউছার (৩০)। অপরদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে শশীদল ইউপি সদস্য নুরুল ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা মেম্বার নুরুল ইসলামের বাড়ির আশেপাশে যাই। এসময় পাশে একটি বাঁশঝাড় থেকে কাউসারকে আটকসহ কিছু গাঁজা উদ্ধার করি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সেখান থেকেই মেম্বারের বাড়ির ছাদে গিয়ে ছড়ানো-ছিটানো অবস্থায় আরও ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কাউসার জানায় এসব গাঁজা ছাদে শুকানো হচ্ছিল।

এসআই মেহেদী হাসান জুয়েল আরও বলেন, ‘অভিযানের সময় মেম্বার নুরুল ইসলাম ও তার ছেলে ডালিম পালিয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলা আছে কিনা সেগুলো খুঁজে দেখা হচ্ছে। অভিযানে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।