সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

সদ্যপ্রাপ্ত সংবাদ
বান্দরবানে আলীকদম বাজার থেকে ভালুক ছানা উদ্ধার
বান্দরবানে আলীকদম বাজার থেকে ভালুক ছানা উদ্ধার

বান্দরবানে আলীকদম বাজার থেকে ভালুক ছানা উদ্ধার

দৈনিক নতুন সূর্য ডেস্ক: বান্দরবানের আলীকদমে স্থানীয় বাজারের একটি গলি থেকে আট-নয় মাস বয়সের একটি কালো ভালুক ছানা উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।গত সোমবার দুপুরে বন অধিদপ্তরের ঢাকা অফিসের চার সদস্যের একটি দল ছানাটিকে উদ্ধার করে। পরে চিকিৎসা ও পরিচর্যার জন্য কক্সবাজারের দুলাহাজরা সাফারি পার্কে পাঠানো হয়।লামা বিভাগীয় বন বিভাগের অধীন আলীকদম উপজেলার তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম জানান, স্থানীয়রা খবর দেয় যে বাজারের একটি গলিতে একটি ভালুক ছানা পড়ে আছে।বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।তিনি বলেন, সোমবার ছিল আলীকদম বাজারের সাপ্তাহিক হাটের দিন। ধারণা করা হচ্ছে, দুর্গম পাহাড়ি এলাকা থেকে বন্যপ্রাণী পাচারকারী চক্র এই ভালুক ছানাটিকে বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছিল। সম্ভবত ইউনিটের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নির্জন গলিতে ছানাটি ফেলে পালিয়ে যায়।লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রাণীটির বয়স ৮–৯ মাস এবং এটি আন্তর্জাতিকভাবে সংরক্ষণশীল তালিকাভুক্ত একটি প্রজাতি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।