বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

সদ্যপ্রাপ্ত সংবাদ
‎সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা-ছেলে নিহত, আহত ৮
‎সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা-ছেলে নিহত, আহত ৮

‎সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা-ছেলে নিহত, আহত ৮

তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর এলাকায় মঙ্গলবার দুপুরে ট্রলি, মাহেন্দ্রা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।‎নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন খাতুন (২২) এবং তার ছেলে মুস্তাকিম। মুস্তাকিম তালা কওমী মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।পুলিশ জানায়, শারমিন খাতুন তার ছেলে মুস্তাকিমকে সঙ্গে নিয়ে মাহেন্দ্রাযোগে তালা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। দুপুরের দিকে ভৈরবনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ও একটি মোটরসাইকেলের সঙ্গে মাহেন্দ্রার ত্রিমুখী সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় মাহেন্দ্রাটি উল্টে গেলে ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান।এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোয়াজ্জেম হোসেন, আইনুল আলম, নূরুজ্জামান, তাপসসহ আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মো. নূরুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনীয় তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
‎দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।