মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরায় পরিবারের সদস্যদের অচেতন করে ১৬ লাখ টাকার মালামাল লুট
সাতক্ষীরায় পরিবারের সদস্যদের অচেতন করে ১৬ লাখ টাকার মালামাল লুট

সাতক্ষীরায় পরিবারের সদস্যদের অচেতন করে ১৬ লাখ টাকার মালামাল লুট

নিউজ ডেস্ক:

সাতক্ষীরার শ্যামনগরে পরিবারের সদস্যদের অচেতন করে নগদ চার লাখ টাকাসহ মোট ১৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের আবাদচন্ডিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গৃহকর্তা আশরাফুজ্জামান (৭০), তার ছেলে আফতাবুজ্জামান (৩৫), পুত্রবধু করিমুননাহার কাজল (২৫) এবং দুই নাতি আতিয়া জামান (৮) ও আতিকুজ্জামানকে (৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আফতাবুজ্জামান জানান, রাতের খাবার খেয়ে তারা সকলে নিজ নিজ শোবার ঘরে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে সকালে তাদের কোনও সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাক-চিৎকারে তারা কিছুটা জ্ঞান ফিরে পেলে ঘরের মধ্যে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তারা দেখেন তাদের ঘরে থাকা নগদ চার লাখ টাকাসহ প্রায় নয় ভরি ওজনের স্বর্নালংকারসহ মোট ১৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আফতাবুজ্জামান আরও জানান, খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে কিংবা স্প্রে ব্যবহার করে অজ্ঞান করে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের ধারনা। দুর্বৃত্তরা আগে থেকে মই ব্যবহার করে ছাদ দিয়ে ঘরের মধ্যে অবস্থান করছিলো বলে প্রমাণ মিলেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে অপরাধী শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।