মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

সদ্যপ্রাপ্ত সংবাদ
‎সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্র উল্টে মা-ছেলে নিহত, আহত ৮
‎সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্র উল্টে মা-ছেলে নিহত, আহত ৮

‎সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্র উল্টে মা-ছেলে নিহত, আহত ৮

তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর এলাকায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ট্রলি, মাহেন্দ্রা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

‎নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন খাতুন (২২) এবং তার ছেলে মুস্তাকিম। মুস্তাকিম তালা কওমী মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

‎পুলিশ জানায়, শারমিন খাতুন তার ছেলে মুস্তাকিমকে সঙ্গে নিয়ে মাহেন্দ্রাযোগে তালা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। দুপুরের দিকে ভৈরবনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ও একটি মোটরসাইকেলের সঙ্গে মাহেন্দ্রার ত্রিমুখী সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় মাহেন্দ্রাটি উল্টে গেলে ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান।

‎এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোয়াজ্জেম হোসেন, আইনুল আলম, নূরুজ্জামান, তাপসসহ আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মো. নূরুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনীয় তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‎দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।