শুক্রবার, ৩ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
আনিস উদ্দিন আর কত বয়স হলে পাবে বয়স্ক ভাতা
আনিস উদ্দিন আর কত বয়স হলে পাবে বয়স্ক ভাতা

আনিস উদ্দিন আর কত বয়স হলে পাবে বয়স্ক ভাতা

আহসান উল্লাহ,খোরদো( কলারোয়া) প্রতিনিধিঃ
কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়ন ও ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়নের সীমান্তে বসবাস করেন আনিস উদ্দিন। আনিস উদ্দিন এর বয়স ৬৮ বছর ও তার স্ত্রী আনোয়ারা বেগম ৫৫। বছর আনিস উদ্দিন এর কোন পুত্র সন্তান না থাকায় সংসারের সকল দায়িত্ব তাকে পালন করতে হয়। মাটির দেওয়াল ও খোলার চাল ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস করেন আনিস দম্পতি ও তার একমাত্র কন্যা সন্তান। বেশ কয়েক বছর আগে তাঁর একমাত্র কন্যা সন্তানকে বিয়ে দিতে গিয়ে দ্বারস্থ হতে হয়েছে গ্রামবাসীর কাছে। আনিস উদ্দিন দীর্ঘদিন স্টক জনিত কারণে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে তিন থেকে চার বছর। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। তাই এখন অত্যান্ত কষ্টে জীবন যাপন করছেন আনিস দম্পতি। মাটিও বেড়ার বাড়ি ছাড়া আর কোন সম্পদ না থাকায় সংসার ও চিকিৎসা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গ্রামবাসীর সামান্য কিছু আর্থিক সহায়তায় অতি কষ্টে কাটছে তার দিন কাল। আজও জোটেনি কোন সরকারি সহায়তা, হয়নি কেন বয়স্ক ভাতার কার্ড। তার বাড়ি দুই উপজেলার সীমান্ত মাঠশিয়া গ্রামে। সীমান্তে বাড়ি হয় দুই উপজেলার কোনটা থেকে পায় না কোনো সরকারি সহায়তা। তাহলে কি এই সীমান্ত তার সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে?
বয়স্ক আনিস দম্পতির সাথে কথা বলে জানা যায় তিনি ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন এর ভোটার। আমার বাড়িটা দুই উপজেলার মাঝখানে হাওয়াই আমি কোন সরকারি সহায়তা পায় না। তার গ্রামবাসী সরকারিভাবে আর্থিক সহায়তা ও আবাসনের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানায়।
আহসান উল্লাহ
01761573357

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।