মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
হলুদের চাষে কৃষকের মুখে হাসি
হলুদের চাষে কৃষকের মুখে হাসি

হলুদের চাষে কৃষকের মুখে হাসি

আহসান উল্লাহ, খোরদো (কলারোয়া) প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় খোরদো উলুডাঙ্গা, পাটুলি ও দলুইপুর গ্রামে এবার হলুদের ফলন বেশ ভালো হয়েছে। প্রতি কেজি কাঁচা হলুদ ১৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন। এ কারণে তাঁরা বেশ খুশি।

উপজেলার কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, হলুদ হলো লাভজনক ফসল। দিন যতই যাচ্ছে, এখানে হলুদের চাষ ততই বাড়ছে। হলুদ চাষে কোনো ঝুঁকি নেই। খরচও কম লাগে। খেতে কোনো পোকা আক্রমণ করে না। পরিচর্যাও তেমন করা লাগে না।
খোরদো গ্রামের কৃষক আজাহারুল ইসলাম বলেন, ‘আগোত মুইও খালি ধানের আবাদ করছুনুং। কিন্তু গত বছর পড়ি থাকি উচ্চা জমিতগুলাত হলুদ আবাদ করি ভালোয় লাভ করুছুন। এই জন্যে মুই এ্যালা মোর উচা জমিগুলোত খালি হলুদ আবাদ করোং। এইবার এক একরে হলুদ আবাদ করি লাভ করছুং ৩০ হাজার টাকা।’

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে ৮৭০ একর জমিতে হলুদ চাষ হয়েছে। এবার ফলন ভালো হওয়ায় এবং মৌসুমের শুরুতে দাম বেশি পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। আজ মঙ্গলবার খোরদো বাজারে চাষিদের ১৪ টাকা কেজি দরে কাঁচা হলুদ বিক্রি করতে দেখা গেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।