শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামরুল গাজী জনপ্রিয়তার শীর্ষে
আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামরুল গাজী জনপ্রিয়তার শীর্ষে

আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামরুল গাজী জনপ্রিয়তার শীর্ষে

স্টাফ রিপোর্টারঃ

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের এক প্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত চলছে কামরুল গাজীর নির্বাচনী প্রচারণা । কামরুল গাজীর সমর্থিত লোকেরা আওয়ামীলীগ সরকারের উন্নয়নের প্রচার, “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগান সম্বলিত প্যানা টানিয়ে, পোস্টার লাগিয়ে আর লিফলেট বিতরণ করে দোয়া চেয়ে ছুটে চলেছেন আমাদী ইউনিয়নের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত।আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ পরিবারের সন্তান,যুব সমাজের অহংকার, শ্রমিকনেতা কামরুল গাজীর জন্য এলাকার বৃদ্ধ থেকে তরুনরা দলে দলে সাধারন মানুষের কাছে যাচ্ছেন এবং দোয়া চাচ্ছেন । তারা বলেন- আমরা তরুন, যুবক আর বয়ষ্কদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি, তারা চাচ্ছেন- যুবক ও নতুন নেতৃত্ব  ।তারই ধারাবাহিকতাই কামরুল গাজীকে যোগ্য বলে মনে করছেন যুবসমাজ । এদিকে বয়জৈষ্ঠরা বলেন- কামরুল গাজী শিক্ষিত, ভদ্র, নম্র, চরিত্রবান, পরোপোকারী  এবং ছোট বেলা থেকে বিপদে আপদে সব সময় মানুষের পাশে ছিল,করোনা মহামারির সময়ে সার্বক্ষণিক আমাদের খোজ খবর নিয়েছেন। এছাড়া সৎ যোগ্য এবং নীতিগত দিক বিবেচনায় কামরুল গাজীকে আমরা আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও নৌকার মাঝি হিসাবে দেখতে চাই।কামরুল গাজী সর্বদা হাসোজ্জল, বিনয়ী, এবং মার্জিত ভাষায় কথা বলার কারনে আমরা কামরুল গাজীকে ভালোবাসি। আমরা সকলে মিলে কামরুল গাজীর জন্য দিনরাত পরিশ্রম করবো।কামরুল গাজী  দলীয় প্রতিক নৌকা পেলে, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। এলাবাসি আরও  বলেন- আমাদের এলাকার সার্বিক উন্নয়নে,মাদকমুক্ত সুন্দর ইউনিয়ন গঠনে কামরুল গাজীর কোনো বিকল্প নেই।এজন্য আমরা সকলের দারে দারে যাচ্ছি,  দোয়া প্রার্থনা করছি এবং আওয়ামীলীগের   সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সহ জেলা নেতৃবৃন্দ, এমপি মহোদয় ও  থানা নেতৃবৃন্দের কাছে জোর দাবী জানাচ্ছি। আশা করছি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর প্রানের দাবী যোগ্য  হিসাবে কামরুল গাজীকে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও নৌকার মাঝি হিসাবে নির্বাচিত করবেন, তাহলে ইনশাআল্লাহ  বিপুল ভোটে জয়লাভ করবো।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।