শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

হারিয়ে গেছে পুরানো অনেক  ঐতিহ্য
হারিয়ে গেছে পুরানো অনেক  ঐতিহ্য

হারিয়ে গেছে পুরানো অনেক ঐতিহ্য


আহসানউল্লাহ (খোরদো) কলারোয়া প্রতিনিধিঃ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে পুরানো দিনের সেই ঐতিহ্য। কোথায় গেলো পুরানো দিনের গরুর গাড়ি, গরু দিয়ে মলাণোর মাধ্যমে ঘান ভাঙানোর মাধ্যমে তৈরি হতো খাঁটি সরিষার তেল ।আরো আসতো গরুর গাড়িতে মাঠভরা ক্ষেতের ধান। সেই ধান পরিষ্কার করে তুলতো পুরানো সেই ঐতিহ্যবাহী গোলায়। বর্তমানে বিভিন্ন কল কারখানা ও যন্ত্রপাতি আশায় আমাদের মাঝ থেকে উঠে গেছে সেই ঘান ভাঙ্গানো খাঁটি সরিষার তেল ও বাড়িতে দেখা যায় না সেই পুরানো গোলা। প্রাচীনকালে আরও দেখা যেত মাঠের মাঝে পুরানো কুঁড়েঘর, সেই কুঁড়েঘরে দেখা যেতো মিটমিট করে জ্বলতো টেমি হারিকেন বা হ্যাচাক লাইটের আলো। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় বতমানে বিদ্যুৎ আসায় হারিয়ে গেছে প্রাচীনকালের পুরানো মিটমিট আলো। আবার প্রাচীনকালে শুভ বিবাহতে ব্যবহার হতো পালকি বা গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি। এখন মাইক্রো, বাস, প্রাইভেটকার এগুলো আসাতে প্রাচীনকালের জিনিস বিলুপ্তির পথে। আবারো প্রাচীনকালে দেখা মিলতো বৃদ্ধদের হাতে (নানা দাদা) নারিকেলের মালা দিয়ে বানানো হোঁকা। আধুনিকতার ছোঁয়ায় দেখা মিলছে না বাইস্কোপ, টেপ রেকর্ডার, রেডিও, এনালগ ক্যামেরা। কিন্তু আধুনিকতার ভিড়ে প্রাচীনকালের জিনিস গুলো আর চোখে মেলে না। বর্তমানে ল্যাপটপ কম্পিউটার এন্ড্রয়েড ফোন আশায় প্রাচীন ঐতিহ্য আমাদের মাঝে আজ আর নেই। আগে পুরানো দিনে বিয়ের অনুষ্ঠানে খেতে দেওয়া হতো কলার পাতা বা পদ্মার পাতায়। সেই- সব অনুষ্ঠান চলে গেছে দামি দামি রেস্টুরেন্টে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।