শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষকদের সাথে উত্তরণের মতবিনিময়
কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষকদের সাথে উত্তরণের মতবিনিময়

কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষকদের সাথে উত্তরণের মতবিনিময়

শেখ শাহাজাহান আলী শাহিনঃ

আজ কলারোয়া আলিয়া মাদ্রাসায় “উত্তরণ” আয়োজিত “WASH SDG – WAI Bangladesh” এর অধীনে ” Sub – Programe Implementation Phase- 2″ আওতায় ” মাদ্রাসার শিক্ষক ও গর্ভনিং বডি সদস্যদের নিয়ে অর্ধ বার্ষিক মিটিং অনুষ্ঠিত হয়। আজ সকাল ১১ টায় মাদ্রাসার শিক্ষক হলরুমে “উত্তরণ” আয়োজিত উক্ত বিষয়ক মিটিং অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গর্ভনিং বডির বিদ্যুৎসাহী সদস্য এ্যাড: শেখ কামাল রেজা ও অভিভাবক সদস্য মোঃ আব্বাস উদ্দীন ও ফিল্ড ফ্যাসাইলিটার রাহুল দে পরিচালনায় ওয়ার্কসপ পরিচালিত হয়। আরো উপস্থিত হয়ে SDG র উপর মুক্ত আলোচনা করেন উপাধ্যক্ষ মাওঃ আহম্মদ আলী, আরবী প্রভাষক মাওঃ আমিরুল ইসলাম বিলালী, মাওঃ তৌহিদূর রহমান, সিনিয়র শিক্ষক আঃ গফফার,আহসান হাবীব,শফিউল আযম, আবু জাফর, আঃ রহিম সহ অন্য শিক্ষক মন্ডলী। শিক্ষক ও ছাত্রছাত্রীদের কে নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন এবং পরিষ্কার ও পরিছন্নতা বিষয়ের উপর আলোচনা করা হয়। এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উক্ত বিষয়ের উপর সচেতনতা বৃদ্ধির জন্য এই মিটিং অনুষ্ঠিত হয়। আগামীতে আরো সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্র – ছাত্রীদের নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।