শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ক্রস ফায়ারে নিহত মিনা কামালের প্রধান ক্যাডার মামুনের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসীঃ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ
ক্রস ফায়ারে নিহত মিনা কামালের প্রধান ক্যাডার মামুনের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসীঃ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ

ক্রস ফায়ারে নিহত মিনা কামালের প্রধান ক্যাডার মামুনের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসীঃ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ


লিটন কুমার রায়,ব্যুরো প্রধান খুলনাঃ

পূর্ব রূপসার বাগমারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক, চোরাচালানকারী, এলাকার শান্তি শৃঙ্খলা বিঘœকারী র‍্যাবের ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী মিনা কামাল বাহিনীর আর এক প্রধান ক্যাডার আব্দুল্লাহ আল-মামুনের অত্যাচার-নির্যাতন এবং হুমকি হতে নিরাপত্তার জন্য গতকাল রবিবার ১৪ ফেব্রুয়ারী এলাকার এক ভুক্তভোগী আলহাজ মোঃ শাহাজান শেখ খুলনা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানা গেছে, মিনা কামাল বাহিনীর প্রধান মোঃ মোস্তফা কামাল ক্রসফায়ারে নিহত হওয়ার পরও তার বাহিনীর সদস্যদের কার্যকলাপ এখনো অব্যাহত রয়েছে। একই এলাকার মৃত আব্দুল গফফার শেখের পুত্র আব্দুল্লাহ আল-মামুন নিহত মিনা কামালের সম্পর্কে ভাইপো। মিনা কামালের মৃত্যুর পর কামাল বাহিনীর নেতৃত্ব প্রদান করছেন আব্দুল্লাহ আল-মামুন। সেই সাথে সন্ত্রাসী ও চাঁদাবাজি মাদক চোরাচালানীর চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এই মামুনের বাড়ির পাশে ভুক্তভোগী শাহাজান শেখের একটি ভাড়াটিয়া ঘর রয়েছে। আব্দুল্লাহ’র অপরাধমূলুক কর্মকা-ের বিরূদ্ধে ভুক্তভোগী শাহাজান শেখ বিভিন্ন সময় প্রতিবাদ করার ফলে তার প্রতি ক্ষিপ্ত রয়েছে। যে কারনে তার ভাড়াটিয়াদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে এবং তাদেরকে ভাড়ার ঘর ছেড়ে যাওয়ার জন্য হুমকি প্রদান করে আসছে। কেন না উক্ত ভাড়াটিয়ারা ওখানে বসবাস করা হলে আব্দুল্লাহ আল-মামুন এর মাদক ব্যবসায় বিঘœ হচ্ছে। এমনকি রাত হলে ওই ভাড়াটিয়াদের জানালা দরজা ধাক্কাধাক্কি ও হুমকি প্রদান করে। চলতি বছরের ১১ জানুয়ারী ভাড়াটিয়ার ২টি ব্যাটারি চালিত ভ্যান উল্লেখিত আব্দুল্লাহ চুরি করে চলে যাওয়ার কালে হাতেনাতে ধরা পড়ে। যার সত্যতা রূপসা বাগমারা পুলিশ ফাঁড়ি ক্যাম্পে রয়েছে। এলাকার সাউথ ফিস মাছ কোং মটর ক্যাবল সহ বিভিন্ন মালামাল চুরির সঙ্গে উক্ত আব্দুল্লাহ আল-মামুনের লোকজন সরাসরি জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এই সন্ত্রাসী আব্দুল্লাহ আল-মামুন তার বাড়িতে যাওয়ার জন্য ভুক্তভোগী শাহাজান শেখের জমির উপর দিয়ে জোর পূর্বক রাস্তা করে নিয়েছে। স্বত্ব দখলীয় জমি রেকর্ড ও খাজনা প্রদানের হাল সনের দাখিলা থাকলেও আব্দুল্লাহ ও তার ভ্রাতাগন রূপসা সহকারী জজ আদালতে দেঃ ৬৫/২০২০ নং মোকদ্দমা দায়ের করে নিষেধাজ্ঞার প্রার্থনায় ব্যর্থ হয়। স্থানীয় এলাকার জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত আব্দুল্লাহকে নিষেধ করলেও কারো কোন কথার কর্ণপাত না করে ইচ্ছামত জোরপূর্বক তার কার্যকলাপ বহাল রেখেছেন। তবে সে তার বাহিনী দিয়ে জানমালের ক্ষয়ক্ষতি সহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছে। তার কার্যকলাপে ভুক্তভোগী আলহাজ শাহাজান শেখ সহ এলাকার জনসাধারণের জালমালের নিরাপত্তা নানাভাবে বিঘিত হচ্ছে। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। এছাড়াও আব্দুল্লাহ আল-মামুন ও সেকেন্ড ইন কমান্ড কিবরিয়া সহ মিনা কামালের রেখে যাওয়া বাহিনীর বিরূদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এঘটনায় তাদের বিরূদ্ধে র‍্যাব ও গোয়েন্দা নজরদারি রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।