বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
সড়ক দূর্ঘটনায় নিহত কলারোয়ার সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দারের দাফন কার্য সম্পন্ন
সড়ক দূর্ঘটনায় নিহত কলারোয়ার সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দারের দাফন কার্য সম্পন্ন

সড়ক দূর্ঘটনায় নিহত কলারোয়ার সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দারের দাফন কার্য সম্পন্ন

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দারের (৩২) দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার(২৯ মার্চ) সকাল ১০ টায় কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা নামায অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ পরিচালনা করেন কলারোয়ার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ আবুল কালাম। জানাযা নামায শেষে মরহুমের পৌরসভাধীন গদখালিস্থ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযা নামায পূর্বক আলোচনায় অংশগ্রহন করেন, শিক্ষাবিদ অধ্যাপক আবু নসর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামে মসজিদ কমিটির সহ সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল। জানাযা নামাজ পূর্বক ও অনুষ্ঠিত নামাজে উপস্থিত ছিলেন, মরহুমের পিতা আক্তার হোসেন ভোলা, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাব সদস্য তরিকুল ইসলাম, অধ্যাপক কামরুজ্জামান পলাশ, ব্যবসায়ী কাজী শামছুর রহমান, প্রধান শিক্ষক মুজিবর রহমান, ব্যবসায়ী হেলাল হক, সমাজসেবক আব্দুর গফুর, বিএনপি নেতা এম,এ রব শাহীন, যুবদল নেতা এম,এ হাকিম সবুজ, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল করিম, সাংবাদিক

শামছুর রহমান লাল্টু, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, মুজাহিদুল ইসলাম,জাহিদুল ইসলাম জাহিদ, তাজউদ্দীন আহমেদ রিপন , রাজু, ব্যবসায়ী নিখিল অধিকারী ও আনন্দ কুমারসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মুসুল্লীগণ ও শুভাকাঙ্খীবৃন্দ। উল্লেখ্য, শুক্রবার(১৯ মার্চ) বেলা ১ টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে সাতক্ষীরা-যশোর মহাসড়কে ইটভাটার মাটি বহনকারী ঘাতক ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ফিরোজ জোয়ার্দার (ইসমাইল হোসেন) মারাত্মক আহত হলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।