বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পোস্টার টাঙানো বাধা প্রদান ও গাড়ি ভাঙচুর হুমকি
কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পোস্টার টাঙানো বাধা প্রদান ও গাড়ি ভাঙচুর হুমকি

কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পোস্টার টাঙানো বাধা প্রদান ও গাড়ি ভাঙচুর হুমকি

সাতক্ষীরার কলারোয়ায় দেয়াড়া  ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম হোসেনর মোটরসাইকেল প্রতিকের পোস্টার টাঙানো বাধা প্রদান, গাড়ি ভাঙচুরের হুমকির এবং  পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
রবিবার বেলা দুইটার দিকে দেয়াড়া ইউনিয়নের উলুডাঙ্গা নামক স্থানে  ইব্রাহিম হোসেনের  পোস্টার লাগাতে গেলে ইজিবাইক চালক ও তিন শিশু শিশুকে ভয়-ভীতি দেখিয়ে পোস্টার টাঙাতে বাধা দেওয়া এবং কিছু পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। 
এ বিষয়ে ইজিবাইক চালক ও পোস্টার লাগাতে যাওয়া শিশুরা সাংবাদিকদের জানান, আমরা ২০/৫০ টাকার জন্য পোস্টার লাগিয়ে থাকি আজ ও ঠিক সে সময় আমরা উলুডাঙ্গা তালশারি নামক স্থানে পোস্টার লাগানোর কাজ করছিলাম। ঠিক সে সে সময় অজ্ঞাত একজন ব্যক্তি এসে আমাদেরকে ভয়-ভীতি দেখায় আমরা দৌড়ে পালিয়ে যায় সেখানে থাকা চালককে মারধরের হুমকি দেয়  গাড়ি ভাঙচুর করবেন বলে তারা জানান এবং আগামীতে এই প্রার্থীর কোন প্রকার প্রচার-প্রচারণা করা যাবে না।   তারা আরো বলেন, সেই লোকটির মোটরসাইকেলের বর্তমান চেয়ারম্যান এবং নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান মফের ছবি সম্বলিত নৌকা প্রতীকের প্লাকার্ড দেখা যায়।
এই বিষয়ে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান মাহফিল সাথে যোগাযোগ করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই বিষয়ে দেয়াড়া ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মামুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনাটি আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম হোসেন লিখিত অভিযোগপেলে ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে দেয়াড়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এস এম এ সোহেলের সাথে বললে তিনি বলেন, অভিযোগ শুনেছি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম হোসেন সাংবাদিকদের জানান,  নির্বাচন কমিশন আশ্বস্ত করলেও আজ রবিবার পোস্টার টানাতে বাধা ও ২৬শে মার্চ শুক্রবার আমার মাইক প্রচার মাইক ছিনতাই করেছে। আমি নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেছি।  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক যাতে দেয়াড়া ইউনিয়ন বাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।