শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
মৃত্যুর আগে চিঠিতে যা লিখেছেন ডা. শামসুজ্জামান
মৃত্যুর আগে চিঠিতে যা লিখেছেন ডা. শামসুজ্জামান

মৃত্যুর আগে চিঠিতে যা লিখেছেন ডা. শামসুজ্জামান

নতুন সূর্য ডেস্কঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষার। তবে মারা যাওয়ার আগে চিঠিতে তিনি তার শেষ ইচ্ছার কথা লিখে গিয়েছেন।

চিঠিতে তিনি নিজের ক্রয় করা জায়গায় কবর দেওয়ার অনুরোধ জানিয়ে গেছেন। পাশাপাশি চিঠিতে তিনি তার কবরের পাশে স্ত্রীকে কবর দেওয়ার নসিহত করেছেন।

চিঠিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

“সন্তানগণ ও আত্মীয় স্বজন,

আমার কবর দিও কোরবানির মাঠে (ময়মনসিংহের গফরগাঁও) আমার ক্রয়কৃত জায়গায়। চারদিকে দেওয়াল দিয়ে একটা ছোট ঘর বানিয়ে নাম লিখে দিও।

আমার পাশে আমার স্ত্রীর কবর হবে।

শেষ নসিহত।”

জানা গেছে, গত ৮ এপ্রিল অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান খান তুষারের করোনা শনাক্ত হয়। ১০ এপ্রিল শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভারে ভর্তি হন তিনি। ওইদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। মাঝে অবস্থার অবনতি হলে তাকে তিন দিন লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সকাল সাড়ে দশটায় শেরে বাংলা নগরের নিজ প্রতিষ্ঠানে তার মরদেহ নেওয়া হয় এবং সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।