সোমবার, ৬ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
বটিয়াঘাটায় ইজিবাইক ছিন্তাই কালে একজন কে হত্যা, থানায় মামলা, গ্রেফতার ১
বটিয়াঘাটায় ইজিবাইক ছিন্তাই কালে একজন কে হত্যা, থানায় মামলা, গ্রেফতার ১

বটিয়াঘাটায় ইজিবাইক ছিন্তাই কালে একজন কে হত্যা, থানায় মামলা, গ্রেফতার ১

জাহাঙ্গীর হোসেন দাকোপ, খুলনা প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় গত কাল শুক্র বার সকাল ১০ টায় জলমা ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকা থেকে আয়ুব আলী নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেন বটিয়াঘাটা থানা পুলিশ।জানা যায়, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ১০.৩০ ঘটিকার সময় জলমা ইউনিয়ন ছয়ঘরিয়া গ্রামস্থ জনৈক সুলতানা আক্তারের বালি ভর্তি প্লটে মধ্যে জনৈক আইয়ুব মোল্লা(২৫), পিতা-মৃত মনতাজ মোল্লা, সাং-বিরাট, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা,বর্তমান ঠিকানা এ/পি-জিরো পয়েন্টের মোড় জনৈক কাদের সাহেবের রাইস মিল, থানা-লবনচরা, বটিয়াঘাটা থানা পুলিশ লাশ উদ্ধার করে ।ইজিবাইক মালিক মাসুদ জানায়, মৃত আইয়ুব পেশায় ইজিবাইক চালক। গতকাল ২৩/০৯/২০২১ তারিখ বিকালে মৃত আইয়ুব নগরির জিরো পয়েন্ট থেকে যাত্রী নিয়ে চালন যায়।ঐদিন রাত্র অনুমান ১০.৩০ ঘটিকার সময় সর্বশেষ মৃত আইয়ুব মোবাইলে জানান সে চালনা ফেরিঘাটে আছে।তার কিছুক্ষণ পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।তার পর থেকে আর কোন খোজ পওয়া যায়নি।এর পর আমি বটিয়াঘাটা থানায় বিষয়টি জানাই।ঐ রাতে ১০ টার দিকে জিরো পয়েন্ট থেকে যাওয়া যাত্রী আলাউদ্দিন রানা পিত মৃত আকববর থানা ও জেলা পিরোজপুর বর্তমান সাং ছয়ঘরিয়া,থানা বটিয়াঘাটা জেলা খুলনা।যাত্রী আলাউদ্দিন রানা জিরো পয়েন্টে আমার কাছে যেয়ে আয়ুবের কথা যানতে চাইলে আমার সন্দেহ হয় তখন থেকে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় খোজা খুজি করে না পেয়ে থানায় যেতে চাইলে যাত্রী আলাউদ্দিন না যেতে চাইলে আরো সন্দেহ হয়।পরের দিন সকাল ১০ টার দিকে বটিয়াঘাটা থানা পুলিশ লাশ আমাদেরকে জানায়।তখন সাথে থাকা আলাউদ্দিন কে বটিয়াঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করি।” বটিয়াঘাটা থানা পুলিশ যানায়,”গাড়ির যাত্রী আলাউদ্দিন ইজিবাইক ছিন্তাই কালে আয়ুব কে হাতুড়ি দিয়ে হত্যা করা হয়।তার কাছ থেকে ব্যবহিত হাতুড়ি তার বোনের বাড়ী থেকে উদ্ধার করা হয়।” মৃতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন আছে। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।এ বিষয় মৃতের মা সাহিদা বেগম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় চার জন কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং ১১,

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।