
নতুন সূর্য ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের সাদিক কায়েম ভিপি নির্বাচিত হয়েছেন, জিএস হয়েছেন এস এম ফরহাদ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান।
তবে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছেন।
রাত গড়িয়ে সকাল ৮টার পর ডাকসুর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পূর্ণাঙ্গ ফলাফল। এতে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম, ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জিএস হয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ। এজিএস নির্বাচিত হয়েছেন মহিউদ্দীন খান।
সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ৫ হাজার ৬৫৮ভোট পেয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট। জিএস পদে ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারি হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট এবং মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সবাইকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।