রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া পৌরশহরে যানজট নিরসনে প্রশাসনের নানা উদ্যোগ গ্রহণ
কলারোয়া পৌরশহরে যানজট নিরসনে প্রশাসনের নানা উদ্যোগ গ্রহণ

কলারোয়া পৌরশহরে যানজট নিরসনে প্রশাসনের নানা উদ্যোগ গ্রহণ

কামরুল হাসান:

কলারোয়া পৌরশহরে যানজট তীব্ররূপ ধারণ করেছে। পায়ে হেঁটে চলাচল করাও দায় হয়ে পড়ে পথচারীদের। সময়ের ব্যবধানে কলারোয়া পৌর শহরে বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। কিন্তু চলাচলের রাস্তা প্রশস্ত হচ্ছে না, বরং বাড়ছে যানবাহন ও মানুষের চাপ। পৌরশহরে যানজটের কারণগুলোর মধ্যে রয়েছে রাস্তা দখল করে ব্যবসার পসার সাজিয়ে বসা।

অনেক দোকানের সামনের অংশ রাস্তার দিকে বাড়িয়ে নেওয়া। যত্রতত্র রাস্তার ওপর দোকান বসানো। পাশাপাশি পৌরশহরে অবাধে ঢুকছে ইজিবাইক, ইঞ্জিন ও ব্যাটারিচালিত ভ্যান। সেইসাথে শহরের বিভিন্ন পয়েন্টে পার্কিং করা হচ্ছে ইজিবাইক। তাতেও বাড়ছে যানজট। বিশেষ করে শহরের শহীদ মিনার, শিশু ল্যাবরেটরি স্কুল, বেত্রবতী ব্রিজের উভয় পার্শ্ব, ডাচবাংলা ব্যাংক, সরকারি পাইলট হাইস্কুল, বাসস্ট্যান্ড ও সরকারি কলেজের সামনের সড়কে ইজিবাইক পার্কিং করা হয়।

এই যানজট নিরসনের জন্য উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জহুরুল ইসলাম কলারোয়ায় কর্মরত ইজিবাইক ড্রাইভারদের সাথে কথা বলেন। তিনি যত্রতত্র পার্কিং না করা ও পৌরশহরে ইজিবাইক চলাচলের ওপর তাঁর বক্তব্য তুলে ধরেন।

পৌরসভা সূত্র জানায়, ইজিবাইক চালকদের যেখানে সেখানে পার্কিং না করার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নির্দেশনা দেন। পরবর্তীতে এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়।

এর আগে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জহুরুল ইসলাম কলরোয়া পৌরশহরে রাস্তার পাশে অবৈধ দোকানপাটের বর্ধিত অংশ সরিয়ে দেন ও আংশিক উচ্ছেদ করেন। মোখিকভাবেও অনেককেই সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম বলেন, অবৈধভাবে কেউই রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যেতে পারবে না। তিনি এ বিষয়ে সকলকে নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।