সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডাকসু নির্বাচনে জয়ী সাতক্ষীরার ৬ শিক্ষার্থী
ডাকসু নির্বাচনে জয়ী সাতক্ষীরার ৬ শিক্ষার্থী

ডাকসু নির্বাচনে জয়ী সাতক্ষীরার ৬ শিক্ষার্থী

 দৈনিক নতুন সূর্য ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৬জন শিক্ষার্থী বিভিন্ন পদে জয়লাভ করেছেন। এ বিজয়ে গর্বিত সাতক্ষীরা, আর শিক্ষার্থীরা একে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার হিসেবে দেখছেন।বিজয়ী শিক্ষার্থীরা হলেন-কলারোয়া উপজেলার সন্তান ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ। সে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ৭৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, আমি শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।

এদিকে বিজয় একাত্তর হল সংসদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন কালিগঞ্জের ইমরান হোসেন। তিনি বলেন, সবার সহযোগিতায় ছাত্রদের স্বার্থকে সর্বাগ্রে রাখব।তালা উপজেলার খেশরা ইউনিয়নের দলুয়া এলাকার দীপিকা সানা আইন বিভাগের শিক্ষার্থী। তিনি শামসুন্নাহার হল সংসদের কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। দীপিকা বলেন, নারী শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি।তালা উপজেলার রহিমাবাদের তাসনিম রুবায়েত শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। সে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র।তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ও সাংস্কৃতিক উন্নয়নে পাশে থাকতে চাই ।এদিকে সাতক্ষীরা সদর উপজেলার মামুন সলিমুল্লাহ মুসলিম হল সংসদে সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি জানান, সাহিত্য-সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিকাশে ভূমিকা রাখব।অন্যদিকে, রোকেয়া হল সংসদে সদস্য পদে সর্বোচ্চ ১৪’র অধিক ভোট পেয়ে জয়ী হয়েছেন দর্শন বিভাগের ছাত্রী ও সাতক্ষীরার সন্তান খাদিজা পারভিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রী যেন সমান সুযোগ পায়, সেজন্য কাজ করব।সাতক্ষীরার এই ছয়জন তরুণ-তরুণীর জয় জেলার মানুষের মধ্যে গর্বের সৃষ্টি করেছে। তারা বিশ্বাস করেন, তাদের নেতৃত্বের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হবে।
তাদের এই জয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাদের পিতা-মাতা, শিক্ষক ও সহপাঠীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।