সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিজিবির অভিযানে সাত লক্ষ টাকার ভারতীয় পন্য আটক
বিজিবির অভিযানে সাত লক্ষ টাকার ভারতীয় পন্য আটক

বিজিবির অভিযানে সাত লক্ষ টাকার ভারতীয় পন্য আটক

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী, কালিয়ানী, হিজলদী, মাদরা, চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালান।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। কুশখালী বিওপির সদস্যরা কলারোয়া থানাধীন শ্মশ্বান ঘাট এলাকা থেকে ৩৫হাজার টাকার ভারতীয় শাড়ি, বৈকারী বিওপির সদস্যরা সাতক্ষীরা থানার বলদঘাটা এলাকা থেকে ৩৫হাজার টাকার ভারতীয় ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়ার ভাদিয়ালী বড় মাঠ থেকে ৭০হাজার টাকার ওষুধ, হিজলদী বিওপির সদস্যরা বড়ালী পোস্ট এলাকা থেকে ৩৫হাজার টাকার শাড়ি এবং ভোমরা বিওপির সদস্যরা মোল্লাপাড়া এলাকা থেকে ৭০হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া মাদরা ও কালিয়ানী বিওপির সদস্যরা পৃথক অভিযানে ভাদিয়ালী এলাকা থেকে প্রতিটি ৭০হাজার টাকার ভারতীয় ওষুধ এবং চান্দুরিয়া বিওপির সদস্যরা গোয়ালপাড়া মাঠ এলাকা থেকে ২লাখ ৮০হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে। মোট ৬লাখ ৬৫হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। এসব মালামাল চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করছিল।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।