
হুমায়ুন কবীর:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার দমদম বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।
১০ অক্টোবর (শুক্রবার) নব গঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আকতারুজ্জামান এবং কোষাধ্যক্ষ মোঃ মহিনুজামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন। এছাড়া দমদম বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনু্ষ্ঠানে বক্তারা বলেন, নতুন কমিটি দমদম বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং বাজারের সার্বিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বাজারের প্রতিটি ব্যবসায়ীকে একসাথে থেকে কাজ করার আহ্বান জানান।