বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা
কলারোয়ায় মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা

কলারোয়ায় মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা

নতুন সূর্য ডেস্কঃ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক পরিধান না করার অপরাধে ১১ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরীন কান্তা পৌর সদরের চৌরাস্তা মোড়সহ বিভিন্ন বিপনি-বিতানে ওই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মাস্ক পরিধান না করার অপরাধে ক্রেতা-বিক্রেতাসহ ১১ জনকে সংশ্লিষ্ট ধারায় ৭টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ২ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। এ সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। আদালতকার্যে সহযোগিতা করেন বেঞ্চ সহকারি এম এ মান্নান ও থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, করোনা ভাইরাস (কোভিড-১৯)’র দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা ব্যাপি মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরীন কান্তা জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।