বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
নারী অধিকার, নারী উন্নয়নে এক নিরলস কর্মী কলারোয়া পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ফারহানা হোসেন
নারী অধিকার, নারী উন্নয়নে এক নিরলস কর্মী কলারোয়া পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ফারহানা হোসেন

নারী অধিকার, নারী উন্নয়নে এক নিরলস কর্মী কলারোয়া পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ফারহানা হোসেন


কলারোয়া প্রতিনিধিঃ

নারী অধিকার, নারী উন্নয়ন, বাল্যবিবাহ রোধ, নারীকে একজন মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠার সামাজিক আন্দোলনে নিবেদিত প্রাণ হয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কলারোয়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিসেস ফারহানা হোসেন। তিনি দু’দুবার সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়ে কলারোয়া পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডে নানামুখী উন্নয়ন ও সামাজিক গঠনমূলক কার্যক্রম সুনামের সাথে চালিয়ে আসছেন। এবারও তৃতীয়বারের ন্যায় তিনি একই পদে ৩০ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাঁর নির্বাচনী প্রতীক ‘ টেলিফোন’। ফারহানা হোসেন কলারোয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত হোসেন আলির সহধর্মিণী। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পারিবারিক ধারাবাহিকতা ধরে রেখেছেন ফারহানা হোসেন। তিনি নিষ্ঠার সাথে গত ১০ বছর ধরে তাঁর উপর অর্পিত দায়িত্ব যোগ্যতার সাথে পালন করে গেছেন। ভোটাররা তাঁর কর্মকান্ডে কখনো বিরূপ হয়েছেন, এমনটি শোনা যায় নি। ফারহানা হোসেন বলেন, নারীরা নানা দিক থেকে পিছিয়ে রয়েছেন। তাদের অধিকার সম্পর্কে অনেক দিক থেকে ধারণাও কম। এসব বিষয়ে তাদের সচেতন করার জন্য তিনি বিরামহীন কাজ চালিয়ে যাচ্ছেন। নারী শিক্ষার বিস্তার, বাল্য বিবাহ রোধ, আত্মকর্ম সংস্থান প্রভৃতি বিষয়ে নারীদের উদ্বুদ্ধ করে আসছেন তিনি। সর্বোপরি, সমাজে একজন নারী যেনো একজন মানুষের মর্যাদা পায়- এজন্য নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ২০১১, ২০১৫ সালের নির্বাচনের পর ২০২১ সালে তৃতীয়বার তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাঁর নির্বাচনী প্রতীক ‘টেলিফোন’ মার্কার মধ্যেও রয়েছে এক পরম্পরা ও আভিজাত্যের ছোঁয়া। সবমিলিয়ে গোটা আসনে তিনি ভোটারদের মাঝে স্থান করে নিয়েছেন, একথা বলা যায়। পিছিয়ে পড়া নারীদের সকল অধিকার প্রতিষ্ঠার সামাজিক আন্দোলনে নিজেকে আজীবন সম্পৃক্ত রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এবার নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন: নাজমা বেগম(আনারস), সালমা আক্তার (চশমা) ও রেজওয়ানা আক্তার (বলপেন)। ফারহানা হোসেন টেলিফোন প্রতীকে পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের সম্মানিত সকল ভোটারদের ভোট প্রার্থনা করেছেন।
ছবি আছে:

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।