বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

কলারোয়ায় আশা ইলেকট্রনিক্সে  আগুন লেগে ৩ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি
কলারোয়ায় আশা ইলেকট্রনিক্সে  আগুন লেগে ৩ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি

কলারোয়ায় আশা ইলেকট্রনিক্সে আগুন লেগে ৩ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি

স্টাফ রিপোর্টার:

কলারোয়ায় এক ইলেকট্রিক’র দোকানে আগুন লেগে ৩ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (১মার্চ) রাত ১২ টার দিকে পৌর সদরের সরকারি পাইলট হাইস্কুলের প্রাচীর সংলগ্ন মেসার্স আশা ইলেকট্রিক এন্ড রেফ্রিজারেশন ওয়ার্কসপের সত্বাধিকারী আনোয়ারুল ইসলামের দোকানে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম জানান, রবিবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যায়। ঘুম থেকে জেগে সোমবার রাত ১২ টার দিকে জানতে পারি দোকানের ভিতর থেকে ধোঁয়া ও মৃদু আগুনের শিখা বার হচ্ছে।তাৎক্ষনিকভাবে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি ও কলারোয়া ফায়ার সার্ভিস সদস্যদের মোবাইলের মাধ্যমে বিষয়টি জানাই। রাত ১ টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে দোকানে থাকা ফ্যান, মটর, এসি, হাউজ ওয়ারিং, ফ্রিজসহ যাবতীয় ইলেকট্রিক সামগ্রী ভষ্মিভূত হয়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।তবে স্থানীয়রা জানান, যদি ফায়ার সার্ভিস সদস্যরা (দেড় কিলোমিটার)  রাস্তাটি আরও দ্রুতগতিতে অতিক্রম করে ঘটনাস্থলে পৌঁছাতো তাহলে মালামালের ক্ষতির পরিমান এতো হতো না। শট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়।  এ ব্যাপারে কলারোয়া থানায় সাধারন ডায়েরী করার প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্থ জানায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।