বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
মির ডাঙ্গায় জমিজমার বিরোধ নিয়ে ইরি ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
মির ডাঙ্গায় জমিজমার বিরোধ নিয়ে ইরি ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মির ডাঙ্গায় জমিজমার বিরোধ নিয়ে ইরি ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা


আহসান উল্লাহ,খোরদো (কলারোয়া) প্রতিনিধি:
কলারোয়া উপজেলার মীর ডাঙ্গা গ্রামের মোহাম্মদ ইসলাম (৫০) পিতা-মৃত জাহাবক্স সর্দার ও মোহাম্মদ মারুক (৩৫) পিতা মৃত আব্দুস সামাদ, একরামুল হোসেন (৩২) পিতাঃ মোঃ আবদুল মাজেদ এদের মধ্যে ৩১ শতক জমি নিয়ে পূর্ব শত্রুতা ছিল। যার জের ধরে মোহাম্মদ ইসলামের রোপন ৩১ শতক ইরি ধানের জমিতে বীষ কীটনাশক (যেটা ঘাস মারা ওষুধ নামে পরিচিত) স্প্রে করে ধান পুড়িয়ে দেয় মোহাম্মদ মারুক ও মোঃ একরামুল হোসেন এই ঘটনায় মোহাম্মদ ইসলাম নিজে বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। বাদীর অভিযোগে উল্লেখ করা হয়- গত ২৬/০২/২১ ইং তারিখে আনুমানিক রাত ৮টার দিকে রাতের আঁধারে বিবাদী মোহাম্মদ মারুফ (৩৫)পিতা মৃত আব্দুস সামাদ ও মোঃ একরামুল হোসেন (৩২) পিতাঃ মোঃ আব্দুল মাজেদ দুজনে কলারোয়া থানার তরুলিয়া মৌজার বাদীর ৩১ শতক জমিতে বীষ কীটনাশক স্প্রে করে। এমত অবস্থায় ঘটনাটি দেখে ফেলে মোঃ রবি (৪৫) পিতা বদর উদ্দিন সরদার-গ্রাম মীর ডাঙ্গা, রেজাউল ইসলাম (৫০) পিতা-মৃত মনছব সর্দার সহ অনেকে। বিষ প্রয়োগের ঘটনাটি রবির কাছে শোনার পর আমি সকালে জমিতে যেয়ে দেখি ততক্ষণে পুড়ে গেছে আমার সব ধান। এই ঘটনায় আমার প্রায় ৬০ হাজার টাকার মত ক্ষতি করেছে দুর্বৃত্তরা। দীর্ঘদিন ধরে আমার সাথে গন্ডগোল করার পায়তারা করে আসছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কোনো প্রতিবাদ করি নাই। এজন্য হয়তো তাদের ধারণা আমি দুর্বল। আমি আমার ক্ষতিপূরণসহ দুর্বৃত্তদের সঠিক বিচার দাবি করছি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।