বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় এক আসামীর ১০ বছর কারাদন্ড
ডুমুরিয়ায় এক আসামীর ১০ বছর কারাদন্ড

ডুমুরিয়ায় এক আসামীর ১০ বছর কারাদন্ড

ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃ

ডুমুরিয়া থানার অস্ত্র মামলার এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক  মোঃ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের  মোঃ মোজাহার সরদারের ছেলে মোঃ জালাল উদ্দিন। রায় ঘোষণাকালে আসামি জালাল উদ্দিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 
আদালতের বেঞ্চ সহকারী মনসুর আহমেদ মেহেদী নথীর বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর বিকেল পৌনে ৩টার দিকে ডপুমুরিয়া থানার মাগুরখালী বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব-৬। এ সময়  বাজার সংলগ্ন রায়হান শেখের বাড়ির পাশ থেকে দেশী তৈরি একটি পিস্তলসহ জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি  মোঃ সৈয়দুজ্জামান বাদী হয়ে ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন (নং-১৪)। ওই বছরের ৩০ অক্টোবর ডুমুরিয়া থানার এসআই আইয়ুব হোসেন আদালতে জালাল উদ্দিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এড. শেখ এনামুল হক ও এপিপি এম ইলিয়াস খান। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।