বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ড্রাইভিং লাইসেন্স পেতে ১৭ বছরে ১৯২ বার পরীক্ষা দিয়েও অকৃতকার্য!
ড্রাইভিং লাইসেন্স পেতে ১৭ বছরে ১৯২ বার পরীক্ষা দিয়েও অকৃতকার্য!

ড্রাইভিং লাইসেন্স পেতে ১৭ বছরে ১৯২ বার পরীক্ষা দিয়েও অকৃতকার্য!

অনলাইন ডেস্কঃ

ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে গিয়ে কতবার অকৃতকার্য হতে পারেন একজন মানুষ? একবার কিংবা দুইবার বা হঠাৎ করে কেউ গাড়ি চালানো শিখলে সর্বোচ্চ তিনবার হয়তো ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় বসতে হতে পারে তাকে। কিন্তু কখনও শুনেছেন ১৭ বছর ধরে একজন মানুষ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা দিয়ে চলেছেন। এই ১৭ বছরে ১৯২ বার পরীক্ষায় বসেও একবারও পাশ করতে পারেননি তিনি। শুনতে অবাক লাগলেও এমনই নজির গড়েছেন পোল্যান্ডের এক ব্যক্তি।

জানা গেছে, ৫০ বছর বয়সি ওই ব্যক্তি পোল্যান্ডের পিওত্রকৌও ট্রাইবুনালস্কির বাসিন্দা। তার নাম জানা না গেলেও একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ব্যক্তি গত ১৭ বছর ধরে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে চলেছেন। কিন্তু ১৯২ বার পরীক্ষাতে বসেও পাশ করতে পারেননি তিনি। এজন্য এখন পর্যন্ত তার খরচ হয়েছে ৬ হাজার জলোটি অর্থাৎ প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা। আসলে পোল্যান্ডে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দু’টি ভাগে বিভক্ত। প্রথমে থিওরি পরীক্ষা এবং পরবর্তীতে প্র্যাকটিক্যাল পরীক্ষা। থিওরি পরীক্ষা ৫০-৬০ শতাংশ মানুষ পাশ করলেও, প্র্যাকটিক্যাল পাশ করেন মাত্র ৪০ শতাংশ।

সূত্র: সেভেননিউজ, ডেইলি হান্ট, উইনিল্যাড।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।