শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরার মানুষের ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় হাইকমিশনার
সাতক্ষীরার মানুষের ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় হাইকমিশনার

সাতক্ষীরার মানুষের ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় হাইকমিশনার

সাতক্ষীরার মানুষ অতিথি পরায়ন, জেলা প্রশাসনের গৃহীত সার্বিক প্রস্তুতিতে আমি মুগ্ধ, তাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে শনিবার (২০ মার্চ) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, প্রটোকল অফিসার অমরিশ কুমার, এডিশনাল ডিআইজি (ক্রাইম) নজরুল ইসলাম, সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবুজর গিফারী প্রমুখ।মন্দির প্রাঙ্গণে হাইকমিশনার প্রবেশ করার সাথে সাথে শঙ্খর ধ্বনি, উলুধ্বনি, ঢাকঢোল পিটিয়ে তাকে বরণ করে নেন দেবীর পূজা দিতে আসা ভক্তরা। তিনি সাপ্তাহিক পূজায় অংশ গ্রহণ করে পূজা দেন। পরবর্তীতে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য নির্মিত বিশ্রামাগার, মন্দির প্রাঙ্গণ, মন্দিরের নবনির্মিত রাস্তা এবং ৪টি হেলিপ্যাড পরিদর্শন করেন। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।