শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
লকডাউনের ১ম দিন কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ২৮জনকে আর্থিক জরিমানা
লকডাউনের ১ম দিন কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ২৮জনকে আর্থিক জরিমানা

লকডাউনের ১ম দিন কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ২৮জনকে আর্থিক জরিমানা

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন’র প্রথম দিন কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পরিবহনসহ কয়েকজনকে বিভিন্ন
অংকের অর্থদন্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে পৌর সদরের একাধিক বিপণন বিপণীতে ও পরিবহনে যৌথভাবে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত
ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার হোসেন। আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও আইন অমান্য করায় ২৮ জনকে বিভিন্ন অংকে ৭৪ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধি ও মাক্স বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেনউপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ভ্রাম্যমান আদালত কার্যক্রমের সহযোগীতা করেন থানার এসআই কামাল হোসেন,বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। তিনি আরও বলেন, নিজেকে নিরাপদ রাখুন ও অপরকে নিরাপদ থাকতে সচেতন করুন। সাতক্ষীরার বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশনায় কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি অমান্য করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আরও কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

উল্লেখ্য, মহামারি কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সরকারি নির্দেশনায়
সোমবার (৫ এপ্রিল) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত লকডাউনের প্রথম
দিন ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ পথচলতি অধিকাংশ মানুষের মাক্স পরিধানসহ
বিভিন্ন নির্দেশনা মেনে চলার মানসিকতা লক্ষ্য করা যায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।