বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
কক্সবাজারে ভেসে এলো বিশাল আকৃতির তিমি!
কক্সবাজারে ভেসে এলো বিশাল আকৃতির তিমি!

কক্সবাজারে ভেসে এলো বিশাল আকৃতির তিমি!

নতুন সূর্য ডেস্কঃ

কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে বিশালাকার মৃত তিমি। আজ শুক্রবার (০৯ এপ্রিল) দুপুরে মরা-পচা তিমিটি দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান। তিমিটি প্রায় ৭ বছর বয়সী এবং ৪২ ফুট দীর্ঘ হবে বলে ধারণা স্থানীয় জেলেদের।

স্থানীয়রা জানান, লকডাউনের কারণে সাগরে মাছধরার ট্রলার বন্ধ। তাই তিমিটি সহজেই তীরে ভেসে এসেছে।

অনেকে বলছেন, বাংলাদেশের জলসীমায় স্বভাবত এত বিশালাকার তিমির দেখা মেলে না। শান্ত সাগরে কীভাবে এটি তীরে ভিড়ল এটি বিশেষজ্ঞরাই ভালো বলতে পারবেন।

এদিকে সাগরে মৃত তিমি ভেসে আসার খবরে ছুটে আসেন স্থানীয় লোকজনসহ উৎসুক জনতা। এ সময় এক নজর বিশাল আকারের মৃত তিমি দেখতে ভিড় করেন মেরিন ড্রাইভ সড়ক হয়ে চলাচলকারী গাড়ির যাত্রী ও সাধারণ পথচারীরা। সবার মাঝে দেখা দিয়েছে কৌতূহল। অনেকে তিমির পাশ ঘেঁষে ছবি তুলছেন। লাইভ করছেন অনেকে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।