বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
মাস্ক না পড়ায় ৩০ যুবককে রোদে বসিয়ে শাস্তি
মাস্ক না পড়ায় ৩০ যুবককে রোদে বসিয়ে শাস্তি

মাস্ক না পড়ায় ৩০ যুবককে রোদে বসিয়ে শাস্তি

নতুন সূর্য ডেস্কঃ

মাস্ক ছাড়া চলাচল করায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩০ যুবককে রোদে বসিয়ে শাস্তি প্রদান করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গা থানা চত্বরে এ শাস্তির ঘটনা ঘটে।

জানা গেছে, মাস্ক পরিধানের বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বেশ কিছু সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জেলাজুড়ে পুলিশ সদস্যরা রাস্তায় অবস্থান নিয়ে মাস্কবিহীন চলাচলকারীদের নিভৃত করতে দেখা যায়। এসময় আলমডাঙ্গা এলাকায় মাস্ক ছাড়া চলাচলকারী ৩০ যুবককে থানায় নিয়ে যায় পুলিশ। শাস্তি স্বরূপ তাদের প্রায় ২০ মিনিট রোদে বসিয়ে রাখা হয়। পরে তাদের মাঝে মাস্ক বিতরণ করে ছেড়ে দেওয়া হয়। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবাবধানে আলমডাঙ্গা থানা পুলিশ সকালে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে। এসময় যারা মাস্কবিহীন রাস্তায় চলাচল করেছেন তাদের আটক করে থানা চত্বরে বসিয়ে রাখা হয়। তারপর তাদের সচেতনামূলক নির্দেশনা এবং মাস্ক দিয়ে ছেড়ে দেয়া হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।