বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
ইফতারির মিষ্টি দিতে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
ইফতারির মিষ্টি দিতে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ইফতারির মিষ্টি দিতে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নতুন সূর্য ডেস্কঃ

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নে দক্ষিণ সরিষামুড়ী গ্রামে ইফতারির মিষ্টি দিতে গিয়ে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার বেতাগী থানায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন।

ধর্ষণের শিকার গৃহবধূর বক্তব্য ও মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ইমরান মৃধা ঢাকায় চাকরি করেন। শ্বশুর ও শাশুড়ির সাথে গ্রামের বাড়িতেই থাকতেন ওই গৃহবধূ। গত ৩ মে বিকালে গৃহবধূর শাশুড়ি তার বাবার বাড়িতে যান এবং শ্বশুর ইফতার করতে মসজিদে চলে যান। তখন একই এলাকার বাসিন্দা খলিল হাওলাদারের ছেলে নাঈম ওই গৃহবধূর দরজায় এসে ডাক দিলে গৃহবধূ দরজা খুলে দেন। গৃহবধূর ভাষ্য অনুসারে, তখন নাঈম বললেন, ‘এ মিষ্টিগুলো আমাদের বাড়ির ইফতারি অনুষ্ঠানের। ভাবি এ মিষ্টিগুলো রাখেন। চাচা-চাচি এলে তাদের দেবেন।’ গৃহবধূ মিষ্টি নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলে নাঈম পেছনে ঘরের মধ্যে প্রবেশ করেন এবং দরজা বন্ধ করে দিয়ে তাকে ধর্ষণ করেন। তখন শ্বশুর মসজিদ থেকে এসে দরজা বন্ধ দেখে ডাক দিলে নাঈম পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। এ বিষয় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে নাঈমকে আসামি করে ৪ মে বেতাগী থানায় মামলা করেন। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামি পলাতক, গ্রেফতারের চেষ্টা চলছে।’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।