বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
করোনা মোকাবিলায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতা
করোনা মোকাবিলায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতা

করোনা মোকাবিলায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতা

শেখ মারুফ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

কোভিড-১৯ বিশাল আকার ধারণ করায় উপজেলা পর্যায়ে জনসচেতনতামূলক প্রচার কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ মে) নাজিমগঞ্জ বাজারে সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনা মোতাবেক করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতামূলক প্রচার কেন্দ্র উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। ঐতিহ্যবাহী কালিগঞ্জের জনবহুল এ বাজারে সাধারণ জনগণকে সচেতন করতে শতভাগ মাস্ক ও সামাজিক দূরত্ব নিশ্চিত সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা , ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মেম্বারগন, নাজিমগঞ্জ বাজার কমিটির নেতৃবৃন্দ, আওয়ামীলীগ নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধ গন, গ্রাম পুলিশ ও করোনা এক্সপার্ট টিমের সদস্যরা। এসময় বাজারে আগতদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।