বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
সুন্দরবনে বাঘের আক্রমনে প্রাণ হারিয়েছেন রেজাউল।
সুন্দরবনে বাঘের আক্রমনে প্রাণ হারিয়েছেন রেজাউল।

সুন্দরবনে বাঘের আক্রমনে প্রাণ হারিয়েছেন রেজাউল।

ঈদের দিন সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন রেজাউল ইসলাম নামে এক মৌয়াল। শুক্রবার (১৪ মে) বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে
বুড়িগোয়ালিনী গ্রামের মানিক মোড়ল জানান, রেজাউলসহ কয়েকজন মৌয়াল গত সপ্তাহে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস দিয়ে মধু কাটার উদ্দেশ্যে সুন্দরবনে যায়। ঈদের সময়ও বাড়িতে ফেরেনি তারা। রেজাউলের সহযোগী মৌয়ালদের মাধ্যমে জানতে পেরেছি শুক্রবার বিকেলে রেজাউলকে বাঘে ধরে। পরে তারা তাঁর মৃতদেহ উদ্ধার করে নিয়ে বাড়ি আসছে। প্রায় ৮ বছর আগে ২০১৪ সালে রেজাউলের বাবা ইসলাম সরদারও একই এলাকায় বাঘের আক্রমণে মারা যায়। বিষয়টি নিশ্চিত করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, বনজীবীদের মাধ্যমে বাঘের আক্রমণে রেজাউল নামে এক ব্যক্তির নিহতের বিষয়টি শুনেছি। সে কিছুদিন আগে মধু কাটার উদ্দেশ্যে পাস নিয়ে বনে গিয়েছিল। তার মৃতদেহ উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে। এবিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।
এদিকে, মাত্র সাত বছরের ব্যবধানে বাঘের আক্রমণে একইভাবে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।