বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
বরুড়ায় টর্নেডোর আঘাতে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৫
বরুড়ায় টর্নেডোর আঘাতে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৫

বরুড়ায় টর্নেডোর আঘাতে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৫

নতুন সূর্য ডেস্কঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ইটাখোলা গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী এ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১৭টি পরিবারের বসতঘর, গোয়ালঘর, রান্নাঘরসহ প্রায় ৫০টি ঘর বিধ্বস্ত হয়েছে। এসময় চাপা পড়ে ঘরের ভেতরে থাকা নারী ও শিশুসহ আহত হয়েছেন ৫ জন।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ইটাখোলা নামক গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে পৃথক পৃথক ৮টি বাড়ির ১৭টি পরিবারের বসতঘর, গোয়াল ঘর, রান্নাঘরসহ ৫০টি ঘর বিধ্বস্ত হয়। এসময় ঘরের চাপায় পড়ে আহত হয়েছেন নারী শিশুসহ ৫ জন। 
আহতরা হলেন- পানমতি বেগম (৬৪), রিমা আক্তার (৩৫), আসমা আক্তার (১০), হাবিবা আক্তার (৫) ও আরও একজন। আহতরা স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও টর্নেডোর আঘাতে ভেঙ্গে গেছে এসব বাড়ির গাছপালা। ছিঁড়ে গেছে বৈদ্যুতিক সঞ্চালন সংযোগ। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনেরা বিধ্বস্ত ঘরে কিংবা আশপাশের আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পানমিত বেগম, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, শাহজাহান, খিজির আহাম্মেদ, রুহুল আমিন, শিরিনা আক্তার, মিজানুর রহমান, আবদুল খালেকসহ অনেকে জানান, মাত্র ৩০ সেকেন্ড স্থায়ী টর্নেডোর আঘাতে তাদের বাড়িঘর, গাছগাছালি সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কেউ বিধ্বস্ত বাড়িঘরে কোন রকমে মাথা গুঁজে আছেন। আবার কেউ কেউ আশপাশের আত্মীয় স্বজনদের বাড়িঘরে আশ্রয় নিয়েছেন। নতুন ঘরবাড়ি নির্মাণের জন্য তাদের সেই সামর্থ্য নেই বলেও জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 

এদিকে, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক এবং ইউপি মেম্বার মো. সোলাইমান জানান, টর্নেডোর আঘাতে ঘরবাড়ি, গাছগাছালিসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল এবং তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
এছাড়া ইউপি চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে আর্থিক সহায়তা প্রদানের জন্য তিনি স্থানীয় প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কাছে সহায়তা চেয়েছেন। 

অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম এবং বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এসময় তারা ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।