মঙ্গলবার, ১৪ মে ২০২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ
সোনাবাড়িয়া ইউনিয়নে টিকাদান কার্যক্রম শুরু
সোনাবাড়িয়া ইউনিয়নে টিকাদান কার্যক্রম শুরু

সোনাবাড়িয়া ইউনিয়নে টিকাদান কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টারঃ

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার থেকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শুরু করতে যাওয়া গণটিকাদান কর্মসূচির মাধ্যমে ছয় দিনে প্রায় ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা।

সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচির পরিকল্পনা কয়েক দফা পরিবর্তনের পর শুক্রবার (০৬ আগস্ট) এই লক্ষ্যের কথা জানানো হলো।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে আজ(৭ আগস্ট) শনিবার সকাল ৯ টার দিকে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অধীনে এই টিকা কার্যক্রম শুরু করা হয়।

টিকা কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক খোঁজখবর নেন কলারোয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনাবাড়িয়া ইউনিয়েনের নৌকা প্রতিকের প্রার্থী বেনজির হোসেন হেলাল।এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম,পুলিশ কর্মকর্তা আবু সাঈদসহ অন্যান্যরা।

উল্ল্যেখ্য,সকাল ৯ টা থেকে শুরু হয়ে টিকা কার্যক্রম চলবে বিকাল ৩ টা পর্যন্ত। এসময় ৬০০ জনকে টিকা প্রদান করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।